চোখে পাহাড় জয়ের স্বপ্ন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট। পর্বতারোহী পিয়ালী বসাক(Piyali Basak summits Everest) এভারেস্ট জয় করেই থেমে থাকেননি, জয় করেছেন লোৎসে পর্বতশৃঙ্গও। কিন্তু এখন পিয়ালীর প্রয়োজন প্রায় ১২ লক্ষ টাকা, নইলে হাতে পাবেন না শৃঙ্গজয়ের শংসাপত্র। এবার সেই অর্থাভাব মেটাতেই এগিয়ে এল সিপিআইএম হুগলি জেলা কমিটির(CPIM Hooghly District Committee) সদস্যরা। শুক্রবার তাঁরা রীতিমতো পথে নেমে অর্থসংগ্রহ করলেন।
তীব্র অর্থাভাবের জেরে পিয়ালীর(Mountaineer Piyali Basak) পরিবার একসময় সিদ্ধান্ত নেয়, বাড়ি বন্ধক রেখেই নেপাল সরকারকে(Nepal Govt.) যাবতীয় টাকা মেটাবেন। কিন্তু এই খবর কানে যেতেই তৎপর হয় সিপিআইএম(CPIM)। হুগলি জেলা সিপিআইএম সিদ্ধান্ত নেয়, জেলার গর্ব পিয়ালীর বাড়ি বন্ধক যাতে না দিতে হয় তার জন্য উদ্যোগ নেবেন তাঁরা। সেইমতো শুক্রবার সিপিআইএমের ছাত্র-যুব সংগঠন(SFI_DYFI) ও রেড ভলান্টিয়াররা(Red Volunteers) এই কর্মসূচিতে নামেন। উত্তরপাড়া থেকে শুরু করে পিয়ালীর শহর চন্দননগর(Chandannagar), গোঘাট(Goghat) থেকে পাণ্ডুয়া, জেলার বিভিন্ন অংশজুড়ে টাকা তুলল সিপিআইএম(CPIM)।
আরও পড়ুন- Kolkata student death : শ্মশানে দাহ করতে গিয়ে নাবালকের মৃত্যুতে সন্দেহ পরিবারের, দেহ গেল মর্গে
চন্দননগরের কর্মসূচি চলাকালীন তরুণ সিপিআইএম নেতা ঐকতান দাশগুপ্ত(Oikatan Dasgupta) বলেন, “পিয়ালী(Piyali Basak) আমাদের সহ নাগরিক। গোটা দেশকে গৌরবান্বিত করেছেন তিনি। ওঁর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। সেই বোধ থেকেই জেলাজুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, সরকার তথা প্রশাসনেরও উচিত এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা।