আচমকা বুকে ব্যথা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রকে (Suryakanta Mishra)।
বুধবার শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হঠাৎ বুকে ব্যথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চেক আপের জন্য কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে।
সম্প্রতি সিওপিডি-র সমস্যা নিয়ে প্রায় ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, গত সপ্তাহে বাড়ি ফিরেছেন তিনি, তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।