Tanmoy Bhattacharya:মহিলা সাংবাদিককে 'হেনস্থা', তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড CPM-এর,ক্ষমা নয় জানালেন সেলিম

Updated : Oct 28, 2024 10:23
|
Editorji News Desk

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেন্ড করল দল । তন্ময়ের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে । তন্ময়ের বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক ।  সেই অভিযোগের ভিত্তিতেই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে ।  রবিবার সন্ধেয় দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি জানিয়েছেন, যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময় ভট্টাচার্য । 

সেলিম জানিয়েছেন, রবিবার বিকেলে তাঁরা জানতে পারেন, তণ্ময়ের আচরণে এক মহিলা সাংবাদিক ক্ষুব্ধ হয়েছেন । কোন ছোঁয়া সাধারণ আর কোনটা খারাপ ভাবে ছোঁয়া, তা মেয়েরা খুব ভাল করে বুঝতে পারেন। এই ধরনের কোনও অভিযোগ আসলে সিপিআইএম দল হিসেবে গুরুত্ব দিয়ে দেখেন ।  যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে মেয়েটির প্রতি যে আচরণ করেছে, পার্টি সমর্থন করে না । কেউ ভাল চোখে দেখবেন না । দলও ক্ষমার চোখে দেখে না । তাই, তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে সেই তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।  

তন্ময় ভট্টাচার্য কী বলছেন ?

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, তিনি সকলের সঙ্গেই ঠাট্টা, মজা করেন । ওই মহিলা সাংবাদিকের সঙ্গে আগেও ঠাট্টা করেছেন । হঠাৎ করে এখন কী হল, বুঝতে পারছেন না তন্ময় ভট্টাচার্য । 

কী বলছেন সুজন ?

উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য । আর ওই জেলা কমিটির অন্যতম দায়িত্বে রয়েছেন সুজন চক্রবর্তী । তন্ময়ের বিরুদ্ধে ওঠা মহিলা সাংবাদিকের অভিযোগ প্রসঙ্গে সুজন জানান, মহিলা সাংবাদিকের ফেসবুক লাইভ তিনি দেখেছেন । তাঁর খারাপ লেগেছে । পার্টির কিছু নিয়ম ও প্রক্রিয়া রয়েছে । সেই নিয়ম মেনেই তন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।  

কী ঘটেছিল ?

রবিবার দুপুরে ফেসবুক লাইভ করে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা সাংবাদিক । তাঁর অভিযোগ, তন্ময়ের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন তিনি । কিন্তু, সেইসময় সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়ে । যদিও, বিষয়টাকে 'ঠাট্টা'-র নাম দিয়েছেন তন্ময় ভট্টাচার্য ।

CPM

Recommended For You

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?
editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?