তৃণমূল নেতা খুনের ঘটনায় অগ্নিগর্ভ জয়নগর । সোমবার সকাল থেকেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । এবার সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এমনকী, জ্বালিয়ে দেওয়া হয় সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি । অভিযোগ, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে, ঘটনাস্থালে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন । আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন গ্রামের মহিলারাও । অন্যদিকে, তৃণমূল নেতা খুনের পাল্টায় জয়নগরে এক দুষ্কৃতীতে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে জনতার বিরুদ্ধে।
সোমবার সকালে স্থানীয় বামনগাছি এলাকায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে তৃণমূল । যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী।