বজবজ-শিয়ালদহ শাখায় রেললাইনে ফাটল । বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন । ঘটনাটি ঘটেছে আকড়া ও সন্তোষপুরের মাঝে নিউ আয়নাল পাড়ার কাছে । মঙ্গলবার রাতের বেলায় ওই এলাকা সংলগ্ন রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা । সেইসময় উল্টো দিক থেকেই আসছিল বজবজগামী একটি ট্রেন । তড়িঘড়ি স্থানীয়দের উদ্যোগে অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শিয়ালদহ থেকে একটি মালবাহী ট্রেন বজবজ যাওয়ার সময় বিকট শব্দ হয় । ছুটে যান স্থানীয়রা । তাঁরা দেখতে পান রেল লাইনের জয়েন্টে ফাটল । ঠিক সেই সময় দেখা যায় শিয়ালদহ থেকে বজবজের দিকে যাচ্ছে একটি ট্রেন । স্থানীয়রা লাল কাপড় দেখিয়ে ট্রেন থামিয়ে দেয় । যার ফলে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা । প্রায় দু ঘণ্টা পর ফাটলের মেরামতির কাজ শুরু হয় । আটকে থাকার ট্রেনটিকে বজবজের দিকে পাঠানো হয় । ফলে, বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয় । বুধবার সকালেও সেই ছবি ধরা পড়েছে ।