আজ অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2022) । দেশজুড়েই চলছে উদযাপন । সকাল থেকে মন্দিরে মন্দিরে ভিড় । পুজো দিচ্ছেন ভক্তরা । রাজ্যজুড়েও মন্দিরগুলিতে একই ছবি ।
মঙ্গলবার সকালে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভক্তদের ভিড় দেখা গেল আসানসোলের কল্যানেশ্বরী মন্দিরে Worshipped in Temple)। মন্দিরজুড়ে সকাল থেকেই ভক্তদের লাইন । এই শুভ দিনে পরিবারের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা । ব্যবসায়ীরা হালখাতার পুজো করছেন । মঙ্গলবার গরমের তীব্রতাও ততটা ছিল না । ফেল সব মিলিয়ে সুষ্ঠভাবেই পুজো দিয়েছেন বলে জানিয়েছেন ভক্তরা ।
আরও পড়ুন, Rafiath Rashid Mithila: ইদে কাকে রসুন চিংড়ির রেসিপি শেখালেন মিথিলা?
দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরের ছবিটাও একই । সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন । বৃষ্টিকে উপেক্ষা করেই পুজো দিচ্ছেন ভক্তরা ।
অক্ষয় তৃতীয়ায় অধিকাংশ মানুষ মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করেন । সারাবছর যাতে পরিবারের সবাই সুখে-শান্তিতে থাকতে পারে, সেই প্রার্থনাই জানায় মায়ের কাছে । অন্যদিকে, ব্যবসায়ীদের নতুন খাতার পুজো হয় এদিন । নতুন খাতায় স্বস্তিক চিহ্ন এঁকে, পুজো দিয়ে ব্যবসা শুরু করেন তাঁরা ।