ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানি দোকানে (D.Bapi Biriyani Shop) শুটআউটের (Shootout) ঘটনায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে, জেলে বসেই এই গুলি চালানোর ছক কষে সুজিত রায় (এহরগূ ঈদব) নামে এক আসামী। তার বিরুদ্ধে টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লাকে খুনের অভিযোগ আছে। জেলে বসেই তোলা চেয়ে হুমকি দেয় দোকানের মালিক বাপি দাসকে। এই ঘটনায় কাঁকিনাড়া থেকে রাহুল বর্মা নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েকদিন আগে ব্যারাকপুরের মোহনপুরে ডি বাপি বিরিয়ানির দোকানে গুলি চালিয়ে পালায় ৩ দুষ্কৃতী। ঘটনায় জখম হয় দোকানের এক ক্রেতা ও এক কর্মচারী। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। দোকানের মালিক বাপি দাস পুলিশকে জানান, মোবাইলে একটি হুমকি মেসেজ পান তিনি। তাঁর সূত্র ধরেই পুলিশ সুজিতের খোঁজ পায়। পুলিশ সূত্রে খবর, জেলে বসেই বাপিকে হুমকি দেয় সুজিত। তা পাত্তা না দেওয়ায় ৩ জনকে গুলি চালানোর জন্য পাঠায় সুজিতই।
আরও পড়ুন: পুলিশি হেনস্থার প্রতিবাদ, উল্টোডাঙ্গার বিভিন্ন রুটে বন্ধ অটো, সমস্যায় যাত্রীরা
তবে ঘটনায় তদন্ত এখনও চলছে। দুষ্কৃতীরা কি মালিক বাপি দাসের ওপরই হামলা করেছিল, নাকি নিছক ভয় দেখানো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।