বকেয়া ডি এ-র দাবিতে (DA protest) আন্দোলনের অন্যতম আহ্বায়ক অসুস্থ । ডিএ মঞ্চেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বছর ৪৫-এর ভাস্কর ঘোষ । ঢাকুরিয়ার (Dhakuria) একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে । তাঁর হৃদ্স্পন্দনের গতি কম, মাথা ঘোরার মতো সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর (DA allowance movement leader become ill) ।
ডি এ মঞ্চে আন্দোলন চলাকালীনই শারীরিক অস্বস্তি ছিল তাঁর । এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন । কলকাতা পুলিশ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায় । মাথা ঘোরা, বুক ধরফড়ানি নিয়ে তাঁকে ঢাকুরিয়ায়র বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । বর্তমানে তাঁকে এইচডিইউতে রাখা হয়েছে । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন । বৃহস্পতিবার আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানোর পরই চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।
আরও পড়ুন, Adeno Virus Death : রাজ্যে ফের অ্যাডিনো ভাইরাসে মৃত্যু, প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর