সুদূর অযোধ্যায় আজ রাম মন্দিরের উদ্বোধন, যেতে না পারলেও উৎসবের মেজাজ থেকে বঞ্চিত থাকবেন না। কর্মক্ষেত্রে যাওয়ার পথে সাত সকালেই লোকাল ট্রেনে মিষ্টিমুখ রামভক্তদের। শান্তিপুর লোকালে শোনা গেল জয় শ্রী রাম ধ্বনিও।
ফুলিয়া স্টেশনে ট্রেন থামতেই একদল নিত্যযাত্রী গাঁদা ফুলের মালা, লাড্ডু নিয়ে চেপে বসলেন ট্রেনে। অযোধ্যার রাম মন্দিরের ছবি সাঁটা হল ট্রেনের দেওয়ালে। মালা দিয়ে সাজানো হল সেই ছবি। তারপর সকল যাত্রীদের মিষ্টিমুখ করানো হল ট্রেনেই।
উদ্যোক্তাদের কেউ অফিসযাত্রী, কেউ আবার ব্যবসা করেন। বহু অমিলের মাঝে সবচেয়ে বড় মিল, তাঁরা রামভক্ত। ডি ডেতে অযোধ্যায় থাকতে পারেননি, কিন্তু উদযাপনের মেজাজ থেকে নিজেদের সরিয়ে রাখেন না এবং সহযযাত্রীদেরও উদযাপনের ভাগ দিতে চান ওঁরা।