এবার রাতের অন্ধকারেও চলবে টয়ট্রেন! কুয়াশার চাদর সরিয়ে পাহাড়ের বুকে ঘুরে বেরাবে দার্জিলিং-এর অন্যতম প্রধান আকর্ষণ টয় ট্রেন! ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে ঘুম ফেস্টিভ্যাল। তার জন্যই এই বিশেষ আয়োজন। দ্বিতীয় বর্ষে পড়ছে এই উৎসব।
ঘুম স্টেশন এশিয়ার সবথেকে উঁচু রেল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৪০৭ ফুট উঁচুতে। ঘুম ফেস্টিভ্যালের অংশ হিসেবেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রাতে টয় ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে।
দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন পর্যন্ত চলবে টয় ট্রেন। আপাতত ফেস্টিভ্যালের সময়ে সপ্তাহে ১ দিন করে চলবে এই পরিষেবা। পর্যটকদের চাহিদা বাড়লে দিনের সংখ্যাও বাড়ানো হতে পারে। এছাড়া স্থানীয় শিল্পীদের নাচ-গানের আয়োজনও থাকছে উৎসবে।