খড়গপুর IIT-র হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। তিনি LBS হোস্টেলের ৫১৩ নম্বর ঘরের আবাসিক ছিলেন। বুধবার ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই পড়ুয়ার নাম কিরণ চন্দ্র। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন।
জানা গিয়েছে, মৃত পড়ুয়া তেলাঙ্গানার বাসিন্দা। ইতিমধ্যে পুলিশের তরফে তাঁর পরিবারে খবর দেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত পড়ুয়ার দেহ ময়নাতদন্ত করা হবে।
Read More- ২০ বছর ধরে বোনের চাকরি বৃদ্ধার ! ধরা পড়তেই শোরগোল
এর ঠিক এক বছর আগে অক্টোবর মাসেই এক IIT ক্যাম্পাসে আরও এক পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার করা হয়। কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায় ওই কাণ্ড। মৃতের পরিবারের অভিযোগ ছিল, বেশ কয়েকদিন আগে মৃত্যু বলেও একদিন আগে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।