যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার দিন সেভাবে হস্টেল সুপার তাঁকে কিছুই জানাননি বলে অভিযোগ তুললেন ডিন অফ স্টুডেন্ট রজত রায়। তাঁর দাবি, এত বড় ঘটনা ঘটলেও হস্টেল সুপার তাঁকে জানিয়েছিলেন সেখানকার পরিস্থিতি শান্তই রয়েছে।
রজতবাবুর কথায়, ঘটনার দিন এক পড়ুয়া তাঁকে ফোন করেন। ওই ছাত্র তাঁকে জানান, হস্টেলের ভিতর এক ছাত্রের পলিটিসাইজেশন করা হচ্ছে। এরপর বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে তাঁকে জানানোর জন্য সুপারকে নির্দেশ দেন রজতবাবু। কিন্তু তারপরেও সুপারের কাছ থেকে কোনও সমস্যার কথা জানতে পারেননি তিনি।
Read More- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেল, জারি নির্দেশিকা
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রায় দু সপ্তাহ অতিক্রান্ত। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্য়ে কয়েকজন প্রাক্তন পড়ুয়া এবং কয়েকজন ইঞ্জিয়ারিং পড়ুয়াও রয়েছে। ঘটনার তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলেও পুলিশের দাবি আরও অনেক তথ্য জানা বাকি। সত্য উদঘাটনে আরও কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।