মা অসুস্থ। জেল থেকে প্যারোল পেলেন সারদা কান্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। ১০ বছর ২ মাস জেলে থাকার পর প্রথম মুক্তি। ৬ ঘণ্টা সময় পেয়েছেন তিনি। কড়া পুলিশ পাহারায় দুপুর ১২টা নাগাদ ঢাকুরিয়ায় নিজের বাড়িতে যান দেবযানী।
গতবছর সেপ্টেম্বরে দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী অভিযোগ করেন, সারদা কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বাম নেতা সুজন চক্রবর্তীর নাম জড়াতে চাপ দিচ্ছে সিআইডি। সিবিআইকে চিঠিও লেখেন তিনি। শর্বরীর অভিযোগ, গত বছর, ২৩ অগাস্ট দমদম সেন্ট্রাল জেলে যান সিআইডি আধিকারিকরা। অভিযোগ, সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছিলেন শুভেন্দু ও সুজন। এমন বলার জন্য দেবযানীকে চাপ দেন সিআইডি আধিকারিকরা।
আরও পড়ুন: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, নবজোয়ারের পর ফের প্রচারে অভিষেক বন্দ্য়োপাধ্যায়
শর্বরীর অভিযোগ ছিল, এই কথা না বললে, তাঁকে আরও অনেক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই-কে চিঠি লেখেন শর্বরী মুখোপাধ্য়ায়। সিআইডির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয়।