Dengue Budge Budge: পুজোর আগে রাজ্যে ডেঙ্গির থাবা, প্রতিরোধে উদ্যোগ বজবজ পুরসভার

Updated : Sep 22, 2022 12:03
|
Editorji News Desk

পুজোর আগে রাজ্যে বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা। কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতে একের পর এক ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতার পাশাপাশি ডেঙ্গির প্রকোপ বেড়েছে বজবজেও। দু নম্বর ব্লকের অন্তর্গত ১১ টি গ্রাম পঞ্চায়েতেও হানা দিয়েছে ডেঙ্গি। আটজনের রক্তে মিলেছে ডেঙ্গির ভাইরাস। বিশেষ করে বজবজ ২ নম্বর ব্লকের কামরা গ্রাম পঞ্চায়েত এবং ইতালি গ্রামে অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। ছড়িয়ে পড়েছে আতঙ্ক।  

এই পরিস্থিতিতে স্থানীয়দের মন থেকে ডেঙ্গি আতঙ্ক কমাতে এবং এলাকাকে ডেঙ্গি মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল বজবজ পুরসভা। বৃহস্পতিবার পুরসভার তরফে স্থানীয়দের সাহায্যে এগিয়ে এলেন ২ নম্বর ব্লকের সহকারী সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তিনি ওই এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বাড়িতে গিয়ে ব্লিচিং পাউডার দিয়ে আসেন। মশার কামড় থেকে রেহাই পেতে সকলের হাতে তুলে দেন মশারিও। 

এছাড়াও তাঁর নির্দেশে ওই এলাকার পরিত্যাক্ত জায়গা, রাস্তা-ঘাট, বাগান সব জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়। সকলকে নিজেদের ঘরবাড়ি পরিস্কার রাখার কথা বলা হয়। জল জমাতে নিষেধ করা হয়। যারা জ্বরে আক্রান্ত তাঁদেরও খোঁজ নেন  ২ নম্বর ব্লকের সহকারী সভাপতি।

তিনি বলেন, ' ২ নম্বর ব্লকে ৮ জন ডেঙ্গিতে আক্রান্ত। করোনার সময়ে আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, ডেঙ্গিতেও মানুষকে সেভাবে সাহায্য করব। ডেঙ্গি নিয়ে আমরা চিন্তিত। করোনায় যে ভাবে মানুষকে সচেতন করেছি ডেঙ্গিতেও সেভাবে সচেতন করা হচ্ছে। যারা বেশি অসুস্থ তাঁদেরকে হাসপাতালে ভর্তি করানোর ব্যাবস্থা করে দেওয়া হবে। প্রশাসন সকলকে সাহায্য করবে।'

 

Budge BudgeDengue casesDengue

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?