বিজেপিকে প্রায় চার হাজার ভোটে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। দশম রাউন্ড গণনা শেষে জয়ী ঘোষণা করা হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়কে। অন্যদিকে কয়েক রাউন্ড আগেই ভোটের লড়াই থেকে ছিটকে গিয়েছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। ফলে শেষ পর্যন্ত লড়াই দিচ্ছিলেন একমাত্র বিজেপি প্রার্থী তাপসী রায়।
আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগেই উত্তরবঙ্গে ফের থাবা বসাতে সক্ষম হল শাসক দল। উপনির্বাচন হলেও যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রচারে নেমেছিল ঘাসফুল শিবির। প্রচারে ছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই জয় তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই ধারণা।
উপনির্বাচনে প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। তিনি জানিয়েছিলেন, বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে মহকুমার মর্যাদা পাবে ধূপগুড়ি। নির্বাচনে হেরে বিজেপি প্রার্থী তাপসী রায়ও জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই প্রতিশ্রুতির জন্যই তৃণমূল কংগ্রেসকে বেশি ভোট দিয়েছে সাধারণ মানুষ।
এদিকে নির্বাচনে জিতে সেখানকার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। পাশাপাশি সেখানে উন্নয়নও করার কথা জানিয়েছেন তিনি।
Read More- বিক্ষিপ্ত অভিযোগের মধ্যেই ধূপগুড়িতে নির্বিঘ্নে বিধানসভার উপনির্বাচন
শুধু এখনই নয়, এর আগেও দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচনে হেরেছে বিজেপি। ধুপগুড়ি উপনির্বাচনে প্রচারে গিয়েছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। কিন্তু সুকান্ত ও শুভেন্দু নেমেও কোনও লাভই হল না গেরুয়া শিবিরের। সূত্রের খবর, এনিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে পারেন তাঁরা।