দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্বামী। যে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি (Dhupguri) এলাকায়।
ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোড়াগাড়ি এলাকার বাসিন্দা ভূপালচন্দ্র রায় এবং তাঁর স্ত্রী ফনীবালা রায়। জানা গিয়েছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়াঝাঁটি শুরু হয়। এরপরই ভূপালচন্দ্র নিজের স্ত্রীর উপর অকথ্য অত্যাচার শুরু করে। স্বামীর অত্যাচারের জেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ফনীবালা রায়।
স্ত্রীকে পালাতে দেখে ধারাল অস্ত্র নিয়ে তাঁকে তাড়া করতে শুরু করে অভিযুক্ত। প্রাণ বাঁচিয়ে পালাতে গিয়ে ধান খেতের মধ্যে গিয়ে পড়েন ফনীবালা। সেখানেই তাঁকে খুপিয়ে খুন করা হয়।
আরও পড়ুন - ছুটতে গিয়ে প্রেসার লো, ধূপগুড়ি স্টেশন ছাড়তেই এবার থমকে গেল বন্দে ভারত
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা না করে প্রতিবেশীদের গোটা ঘটনা জানায় সে। এরপর পুলিশ এসে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।