এক বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরে সেই বক্তব্যের অংশ টুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
অনুষ্ঠান মঞ্চে বসে কথা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখানে বসে বলছেন বাংলার মেয়ে। আচ্ছা ভাল বাংলার মেয়ে। তারপর গোয়ায় গিয়ে বলছেন আমি গোয়ার মেয়ে। আরে, বাবা-মায়ের কোনও ঠিকানা নেই? যেখানে গিয়ে যা খুশি বলে দেবেন?”
আরও পড়ুন- Nairobi Fly in West Bengal: রাজ্যে নাইরোবি ফ্লাই-এর উপদ্রব, উত্তরবঙ্গে আক্রান্ত বহু
দিলীপ ঘোষের এই মন্তব্যের পর টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যা খুশি তাই বলার জন্য (ওনাকে) গ্রেফতার করা উচিত। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি নেতারা কি এভাবেই কথা বলেন?
উল্লেখ্য, এই প্রথম নয়, অতীতেও বার বার বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। নন্দীগ্রাম বিধানসভায় প্রচারপর্বে পায়ে আঘাত পান তৃণমূলনেত্রী। তখন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন।