'উত্তরপ্রদেশে ভাষণ দিতে গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে ওখানে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছে'। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ঠিক এভাবেই কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
বৃহস্পতিবার পঃ মেদিনীপুর(West Midnapore) জেলার ডেবরাতে ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে এসে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 'মোদীজী চেয়েছিলেন কংগ্রেসমুক্ত ভারত, সেটা মানুষ বুঝেছেন। কংগ্রেসের পরিবারতন্ত্রের রাজনীতি যে আস্তে আস্তে মুছে যাচ্ছে, তাও জানান তিনি।পাশাপাশি তাঁর অভিযোগ, ভারতবর্ষে দুর্নীতি, বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছে কংগ্রেস। দিল্লিতে আপের(AAP) পাশাপাশি পাঞ্জাবেও(Punjab Assembly Election 2022) সাধারণ মানুষ উন্নতির পক্ষে রায় দিয়েছেন বলেই মত দিলীপের।
আরও পড়ুন- CPM : কমিটি না হয়েই স্থগিত হয়ে গেল সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন
তবে গোয়া(Goa) প্রসঙ্গে তৃণমূলকে(TMC) একহাত নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee) উদ্দেশ্য করে তাঁর তীব্র কটাক্ষ, 'বাংলা থেকে লোক ভাড়া করে নিয়ে যদি কেউ মনে করে পার্টি দাঁড়িয়ে যাবে, তা সম্ভব নয়।'