জল্পনা ছিলই, সেইমতোই দার্জিলিং পুরসভা হাতছাড়া হল হামরো পার্টির(Hamro Party)। সোমবার পুরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশ নেন অনীত থাপার(Anit Thapa) গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং তৃণমূলের কাউন্সিলররা(TMC Councillors)। এই নির্বাচনে অংশই নেননি হামরো পার্টি এবং বিমল গুরুংয়ের(Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চার কাউন্সিলররা। ভোটে গোলমাল এড়াতে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরসভা চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
গত পুরভোটে ১৮ আসন জিতে পাহাড়ের রাজনীতিতে হইচই ফেলে দেয় হামরো পার্টি(Hamro Party)। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ওই দলের ৬ জন কাউন্সিলরকে ভাঙিয়ে নেয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এরপরেই তৃণমূলের সহযোগিতায় পুরসভা দখলের জন্য ঝাঁপায় অনীত থাপার দল(Anit Thapa's Party)। অনাস্থা এনে সরানো হয় পুরসভায় চেয়ারম্যান তথা হামরো পার্টির কাউন্সিলর রীতেশ পোর্টেলকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টেও(Calcutta High Cour) গিয়েও লাভ হয়নি। দার্জিলিং পুরসভায় অনাস্থা সভা নিয়ে অজয় এডওয়ার্ডের(Ajay Edwards) দলের সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবং সিদ্ধার্থ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- Women's IPL telecast rights: ৯৫১ কোটি টাকা দিয়ে মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল Viacom 18
এরপরেই দার্জিলিং পুরসভা(Darjeeling Municipality) হাতের মুঠোয় চলে আসে অনীত থাপার। এরপর সোমবার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং তৃণমূল কাউন্সিলরদের উপস্থিতিতে নয়া চেয়ারম্যান হিসেবে শপথ নেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার(Gorkha Prajatantrik Morcha) কাউন্সিলর দীপেন ঠাকুরি।