সিপিএম প্রার্থীকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ । ঘটনার প্রতিবাদ করায় সিপিএম যুব নেত্রী দীপ্সিতা ধরকে এবার মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, আক্রান্ত হয়েছেন তাঁর মা-ও । যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি ঘোষপাড়া বালিকা বিদ্যাপীঠে ।
জানা গিয়েছে, ওই ভোটকেন্দ্রে সিপিএম প্রার্থী আশিস কংসবণিককে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । ভোট লুঠেরও অভিযোগ ওঠে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান দীপ্সিতা ধর । সেইসময় দীপ্সিতা ধরকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সিপিএম যুবনেত্রী । এছাড়া, বেশ কয়েকজন সিপিএম কর্মী-সমর্থকও আক্রান্ত হন বলে অভিযোগ ।
আরও পড়ুন, WB Panchayat Election : পঞ্চায়েত ভোটে উত্তপ্ত বাংলা, অন্য ছবি পুরুলিয়ায়
অন্যদিকে, তৃণমূলের হাতে আক্রান্ত দীপ্সিতার মা দীপিকা ধরও । নিশ্চিন্দা বীনাপাণি স্কুলে সিপিএম প্রার্থী তিনি । দীপিকা ধর জানান, বহিরাগত কয়েকজন এসে তাঁদের মারধর করে, তাঁর গালে চড়ও মারেন বলে অভিযোগ । যদিও, তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীদের মারধর করা হয়েছে ।