বসন্ত সদা জাগ্রত দ্বারে, যেখানে ইতিউতি ছড়িয়ে থাকে পলাশ। বাংলায় এভাবে বসন্ত বোধহয় আর কোনও জেলায় আসে না। এই সময় জঙ্গলমহল যেন কার্যতই হয়ে ওঠে নন্দন কানন। জেলায় বসন্তকে আরও মনোরম করে তুলতে নয়া উদ্যোগ পুরুলিয়া পুরসভার। শহর সাজাতে পলাশ রোপণ কর্মসূচি নিল পুরসভা।
Nandini Chakraboty : পর্যটনের চেয়ারপার্সন পদ থেকে সরানো হল নন্দিনীকে, পরিবর্তে দায়িত্বভার কোন মন্ত্রীকে ?
পুরুলিয়া পুরসভার ১৪৭ তম জন্মদিনে অতিথিদের বরণ করে নেওয়া পলাশ চারা। বিতরণ করা হয় ২৫০ টি পলাশ চারা। বর্ষা থেকেই চারা রোপণ শুরু হলে বসন্তে লালে মুড়ে যাবে পুরুলিয়া। পুরুলিয়া পর্যটনকে আরও জমকালো করে তুলতেই এই উদ্যোগ। পুরসভা চাইছে, পলাশ গাছ রোপন করে এই শহরকে সাজানোর কাজকে গ্রীন সিটি মিশন প্রকল্পের সঙ্গে জুড়ে দেওয়ার।