তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এখনই দিল্লি (Delhi) নিয়ে যেতে পারবে না ইডি (ED)। বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলকে 'খুনের চেষ্টার' অভিযোগে তৃণমূলের এই বীরভূম জেলা সভাপতিকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দুবরাজপুর আদালত (Dubrajpur Court)। মঙ্গলবার অনুব্রতকে আদালতে তোলা হলে তাঁর আইনজীবী জামিনের আবেদনও জানাননি বলেই আদালত সূত্রের খবর। পুলিশি হেফাজতে হওয়ার কারণে আপাতত কেষ্টকে রাজধানীতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি।
রবিবার রাতে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বালিগিরি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলকে মারধর করার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী শিবের দাবি, জোর করে অনাস্থা এনে তাঁকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেন অনুব্রত। তাঁর আরও অভিযোগ, তিনি দল ছাড়বেন এই কথা অনুব্রত মণ্ডলের কানে যেতে তাঁকে দুবরাজপুর তৃণমূল পার্টি অফিসে ডাকা হয়। তিনি দল ছাড়ার কথা বলতেই তাঁর গলা টিপে ধরা হয়। তাঁকে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ।এই এক দিনের পুরানো মামলাতেই মঙ্গলবারই অনুব্রতকে দুবরাজপুর আদালতের তোলা হয়।
আরও পড়ুন- আবাস যোজনায় নতুন তালিকায় নাম ঢোকাতে পারবে না পঞ্চায়েত, বদলে গেল নিয়ম
কিন্তু দেড় বছর আগের সেই ঘটনায় অভিযোগ কেন এখন জানালেন ওই তৃণমূল নেতা? তাঁর কথায়, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্ভব নয়। তবে, বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত সেই কারণেই অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা। এমনকি অভিযোগ দায়েরের পর দুশ্চিন্তায় রয়েছেন তিনি।