সোমবার থেকে রাজ্যে শুরু কোভিড (Covid 19) নিয়ে বিধিনিষেধ। রবিবারই ধরপাকড় শুরু করে দেয় বীরভূমের (Birbhum0 দুবরাজপুর (Dubrajpur) পুলিশ। রাজ্য সরকারের ঘোষণার পরই দুবরাজপুরে শুরু হয়ে যায় নাকা চেকিং। প্রথমে পাণ্ডবেশ্বরের পিকনিক স্পট (Picnic Spot) খালি করা হয়। সন্ধে নামার আগেই ভ্রমণার্থীদের বের করে দেওয়া হয়। এরপরই শুরু হয় নাকা চেকিং। মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোয় আটক করা হয় ১০-১৫ জনকে।
গতবছরও লকডাউনের সময় জেলায় জেলায় নাকাচেকিং করেছিল পুলিশ। ৩ জানুয়ারি থেকে রাজ্যে ফের ফিরছে কোভিড নিয়ে বিধিনিষেধ। কোভিডবিধি না মানলেই কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। দুবরাজপুরে রবিবার থেকেই কোভিড নিয়ে কঠোর বিধিনিষেধ পুলিশ প্রশাসনের।
আরও পড়ুন: কোভিডের কড়া বিধিনিষেধেও গঙ্গাসাগর মেলায় না নেই রাজ্যের
রবিবার রাজ্যে কোভিড নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। কোভিড বিধিনিষেধ ঘোষণার দিনই রাজ্যে ১১গুণ সংক্রমণ বাড়ল। রাজ্যে কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। কোভিড আক্রান্তে রেকর্ড কলকাতাতেও। জেলাগুলোতেও কঠোর বিধিনিষেধ আনবে প্রশাসন।