দুর্গাপুজো (Durga Puja 2022) মানেই থিমের লড়াই । কে কত ভাল, অভিনব করে তুলে পারে পুজো মণ্ডপ, তার প্রতিযোগিতা চলে । এবারও দারুণ দারুণ থিমে সেজে উঠেছে কলকাতা (Kolkata) । কোথাও, ভ্যাটিকান সিটি (Vatican City), কোথাও আবার মা-মাটি, কিংবা মোটা কাপড়ের থিম । পায়ে পায়ে কলকাতা (Kolkata) চলছে অভিনব থিমগুলোর সাক্ষ্মী হতে । ভিড় সব জায়গাতেই । তবে, এবার সবথেকে বেশি নজর কাড়ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো । কারণ, তাঁদের লাইট, অ্যান্ড সাউন্ড শো (Light and sound show) । যার মাধ্যমে ফুটে উঠছে স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাস (75th year of Independence Day) ।
চলতি বছরে ৮৭ তম বর্ষে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ার । এবার তাদের থিম 'স্বাধীনতার অমৃত মহোৎসব'। লালকেল্লার আদলে গড়ে উঠেছে মণ্ডপ । রাতে থাকছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা । দিল্লির লালকেল্লার সঙ্গে জুড়ে রয়েছে স্বাধীনতার ইতিহাস । সেই ইতিহাস লাইট, অ্যান্ড সাউন্ডের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে । ব্যাকগ্রাউন্ডে বাজছে দেশাত্মবোধক গান, গায়ে যেন কাঁটা দেবে । প্রতিমার সাজ সাবেকি । সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার বেশ নজরকাড়া । বলতে গেলে, এই পুজো নিয়ে একটা আলাদাই ক্রেজ লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে ।
আরও পড়ুন, Durga Puja 2022 : 'ধর্ম যার যার উৎসব সবার', সম্প্রীতির অনন্য নজির এক পুজো মণ্ডপে
সন্ধে ৮টা হোক কিংবা রাত ২টো, মানুষের ঢল নামছে মণ্ডপে । পঞ্চমীর রাতেও ব্যাপক ভিড় হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে । চারিদিকে শুধু কালো কালে মাথার সারি । পঞ্চমীতে এই ছবি, এরপর সপ্তমী, অষ্টমী, নবমীতে যে রেকর্ড ভিড় হবে, তা আশঙ্কা করা যাচ্ছে ।