কলকাতার দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম বড় পুজো হল মহম্মদ আলি পার্কের পুজো (Mohammad Ali Park Durga Puja) । বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে এখানে । কিন্তু, এবার সেই পুজোকে কেন্দ্র করেই তৈরি হয়েছে অনিশ্চয়তা । জায়গার সমস্যার জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে নোটিস দিয়ে পুজোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে ।
দীর্ঘদিন ধরে মহম্মদ আলি পার্কে যেখানে পুজো হত, তার নীচেই রয়েছে ভূ-গর্ভস্থ জলাধার । ২০১৯ সালে এই জলাধার সংস্কারের জন্য পুজো প্রাঙ্গণের পাশে দমকল কেন্দ্রে পুজো হয়েছিল । ২০২০ সালেও সেখানে পুজো হয় । গত বছরও মূল জায়গা থেকে খানিকটা সরে পুজো করা হয়েছিল । তবে, এ বছর আবার মূল জায়গাতেই মণ্ডপ বাঁধা হয়েছে । আর সেখানেই তৈরি হয়েছে সমস্যা । নোটিসে জানানো হয়েছে যে, মহম্মদ আলি পার্কে যে জলাধারটি রয়েছে, সেটি অনেক পুরনো । তার উপর মণ্ডপ তৈরি হলে, অতিরিক্ত চাপ বহন করতে পারবে না । ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে । যে মণ্ডপ তৈরি করা হয়েছে, তা অবিলম্বে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে ।
এদিকে, পুজোর মণ্ডপ তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে পুরসভার এই নোটিস পাওয়ার পরই মাথায় হাত পড়েছে পুজো কমিটির । কীভাবে পুজো হবে, বুঝতে পারছেন না তাঁরা । পুরসভার তরফে অভিযোগ ছিল, অনুমতি না নিয়েই জলাধারের উপর মণ্ডপ তৈরি করা হয়েছে । যদিও পুজো কমিটির দাবি, পুরসভাকে জানিয়েই মণ্ডপের কাজ শুরু করেছিলেন তাঁরা । সেক্ষেত্রে, সেখানে আদৌ পুজো হবে কি না, বা পুজো না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই নিয়ে শীঘ্রই বৈঠকে বসবে পুজো কমিটি ।