Anubrata Mondal : পাশে মন্ত্রী চন্দ্রনাথ, কিন্তু কার্নিভাল উদ্বোধন অনুব্রত মণ্ডলের, বিতর্কে তৃণমূল নেতা

Updated : Oct 15, 2024 11:26
|
Editorji News Desk

দিন কয়েক আগেই তিহাড় থেকে জামিনে ছাড়া পেয়ে বীরভূমে ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । গত দুই বছর পুজোয় জেলেই কাটাতে হয়েছিল তাঁকে । তবে, এবার উৎসব পালন করলেন নিজের জেলাতেই । এদিকে, সোমবার জেলায় দুর্গাপুজোর কার্নিভালেও অংশ নিতে দেখা গিয়েছে অনুব্রতকে । এমনকী, পুজো কার্নিভালের উদ্বোধনও করেন অনুব্রত । যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে । 

রাজ্য সরকার অনুষ্ঠিত দুর্গাপুজোর কার্নিভালের যখন উদ্বোধন করছিলেন অনুব্রত, সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং । সেক্ষেত্রে, রাজ্যের এক মন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও কোনও প্রশাসনিক পদে না থাকা অনুব্রত মণ্ডল কেন পুজো কার্নিভালের উদ্বোধন করলেন, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা । শুধু তাই নয়, গোটা কার্নিভালের মধ্যমণি ছিলেন অনুব্রতই । মঞ্চে মূল চেয়ারে বসেছিলেন তিনি । তাঁর পাশের চেয়ারে বসেছিলেন চন্দ্রনাথ সিং । মঞ্চে উঠে প্রথম বক্তব্যও অনুব্রতই রাখেন । 

কার্নিভালের মঞ্চ থেকে অনুব্রত বলেন, "কার্নিভালে অংশ নেওয়া সমস্ত পুজো কমিটিকে অনেক অভিনন্দন। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাইকে নিয়ে চলব। সবাইকে ভালবাসব, সবাইকে নিয়ে থাকব। দুই-দুই করব না। কোনও হিংসার ঘটনা ঘটাব না।" অনুব্রতর বক্তব্যে আবারও একসঙ্গে চলার বার্তা শোনা গেল সোমবারও । কিন্তু, দলের কোনও পদে না থাকা ব্যক্তি একজন মন্ত্রীর উপস্থিতি সত্ত্বেও কীভাবে ফিতে কেটে উদ্বোধন করলে, সর্বপ্রথম বক্তৃতা দিলেন, তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । উল্লেখ্য,  বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি নন অনুব্রত । বর্তমানে কোনও প্রশাসনিক পদে নেই তিনি । 


বিজেপির প্রশ্ন, এক জন জেল ফেরত আসামি কূীভাবে কার্নিভালের ফিতে কাটতে পারে ? এর থেকেই বোঝা যায়, অনুব্রত কতটা প্রভাশালী । পাল্টা তৃণমূলের দাবি, রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল।...অনুব্রত মণ্ডল যে জায়গায় ছিলেন, সেখানেই রয়েছেন। উল্লেখ্য, জেলে যাওয়ার আগে অনুব্রত মণ্ডলকে ঘিরে কম বিতর্ক নেই । দুই বছর ফিরে এসেও বিতর্ক তাঁর পিছু ছাড়ল না বলা যায় । 

উল্লেখ্য, প্রতিবছর নানুরের হাটসেরান্দি গ্রামে বাড়ির দুর্গাপুজোয় অংশ নিতেন। গত ২ বছর তাঁকে ছাড়াই হয়েছে পুজো। এবার সেই পুজোতেই অংশ নেন তিনি । মহাষ্টমীর দিন মেয়ে সুকন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন । জানিয়েছিলেন, 'পুজো খুব ভাল কাটাচ্ছেন এবার । ইতিমধ্যে ফেসবুক পেজেও সক্রিয় হয়েছেন অনুব্রত মন্ডল। আগামী ১৭ অক্টোবর বিজয়া সম্মিলনীও আছে। 

Anubrata Mondal

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?