আজ মহাষষ্ঠী, দেবীর বোধনের দিন। পুরাণ মতে দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো শুরু করেছিলেন রাম চন্দ্র। সেই থেকেই নাকি চলে আসছে ষষ্ঠীতে বোধনের রীতি।
বোধনের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় বলে বিশ্বাস। প্রচলিত ধারণা অনুযায়ী এ দিনই স্বর্গ থেকে মর্ত্যে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তাঁর চার সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এদিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয়।
এ'বছর অবশ্য সারা বাংলাজুড়েই মহালয়ার পর থেকে বিপুল সংখ্যক মণ্ডপে জন জোয়ার। আনন্দ উৎসবের শুভেচ্ছা রইল এডিটরজি বাংলার তরফে।