বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Mamata Banerjee) কালো পতাকা দেখানো ও বিক্ষোভের প্রতিবাদে দুর্গাপুরে (Durgapur) পালটা বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের (TMC Supporters)। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। দাহ করা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) কুশপুত্তলিকা।
এদিন তৃণমূলের বিক্ষোভে সামিল হন দুর্গাপুর পৌরসভার জল দফতরের মেয়র পরিষদ দীপঙ্কর লাহা সহ অন্য তৃণমূল নেতৃত্বরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হওয়ায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন: বারাণসীতে মমতাকে কালো পতাকা-জয় শ্রীরাম স্লোগান! আজ রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি
বুধবার বিমানবন্দর থেকে বারাণসীর ঘাটে যাওয়ার পথেই বিজেপির (BJP) তরফে বিক্ষোভ দেখানো হয়। ওঠে জয় শ্রীরাম স্লোগানও। পাল্টা জয় হিন্দ স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়।