Burdwan District Police Initiative:ঘুম চোখে দুর্ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ, পুলিশের গাড়িতে বসছে বিশেষ যন্ত্র

Updated : Jul 25, 2022 09:25
|
Editorji News Desk

রাতের যাত্রা কোনও কোনও ক্ষেত্রে বিভীষিকা বয়ে আনে গাড়ি চালকদের কাছে। অনেকসময়ই ঝিমুনি বা ঘুম ভাব চলে আসে তাঁদের। যার ফলে মাঝে মাঝে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। একই সমস্যা শিকার পুলিশকর্মীরাও। রাতে অপারেশনে গিয়ে অনেক সময় চোখ লেগে যায় চালকের। এবার সেই সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা পুলিশ। তাঁদের গাড়িতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ডিভাইস। যা চালকের চোখের উপর নজর রাখবে। গাড়ি চালকের চোখের পাতা তিন সেকেন্ডের বেশি বন্ধ থাকলে অ্যালার্ম বেজে উঠবে গাড়িতে। পাশাপাশি, কন্ট্রোল রুম ও পুলিশের শীর্ষকর্তাদের মোবাইলেও যাবে সতর্কবার্তা। 

জানা গিয়েছে, আপাতত দুটি গাড়িতে পরীক্ষামূলকভাবে ‘নোভাস অ্যাওয়ার’ নামে এই বিশেষ যন্ত্র বসানো হয়েছে। আগামিতে অন্যান্য গাড়িতেও তা লাগানোর পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশের যে গাড়ি মূলত ভিনরাজ্যে তদন্তে বা অভিযানে যায়, সেই গাড়িতেই এই যন্ত্র ব্যবহার শুরু করা‌ হয়েছে। সম্ভবত দেশে প্রথম পূর্ব বর্ধমান জেলা পুলিশই এই বিশেষ যন্ত্র ব্যবহার করছে বলে দাবি তাঁদের। 

আরও পড়ুন- TET Scam: ৪৩ হাজার শিক্ষকের নথি সিবিআইকে জমা দিল পর্ষদ

প্রতিটি যন্ত্রের দাম পড়েছে ৫০ হাজার টাকা। যন্ত্রটি চালকের সামনে বসানো থাকছে। চোখের উপর নজর রাখছে ‘সেন্সর’। চালকের দুই চোখের পাতা তিন সেকেন্ডের বেশি বন্ধ থাকলেই অ্যালার্ম বেজে যাচ্ছে। জেলা পুলিশের যে গাড়িতে এখন এই সেন্সর ডিভাইস ব্যবহৃত হচ্ছে তার এক চালক জানান, ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এলে অ্যালার্ম বাজার ফলে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিতে পারছেন। ঘুমিয়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে না। 

Policespecial deviceBurdwan

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?