কলকাতার পুজো ঘুরে দেখার হিড়িক সারা রাজ্যেরই থাকে। মফস্বল থেকে বহু মানুষ প্রতিবছর পুজোয় রাত জেগে কলকাতার ঠাকুর দেখতে আসেন , থাকার জায়গা না পেলে পরের দিন সকালে ফের বাড়ি ফিরে যাওয়া। এই ভিড় সামাল দিতে প্রতিবছরই হিমশিম খায় রেল কর্তৃপক্ষ। পুজোর সময় আগেভাগেই ভিড় সামাল দিতে শুক্রবার ডিআরএম সম্মেলন কক্ষে একটি আলোচনা হয় উচ্চপদস্থ কর্মচারী অফিসারদের।
এই বৈঠকে ঠিক হয়েছে পুজোর কয়েকদিন গ্যালপিং ট্রেনগুলি থামবে সমস্ত স্টেশনে। "May I Help you" বুথ খোলা হবে শিয়ালদহ, দমদম, বিধাননগরের মতো ব্যস্ত স্টেশনগুলিতে। ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন হেল্পলাইন নম্বর। স্টেশন গুলিতে মোতায়েন থাকবে আর পি এফ- এর বিশেষ ব্রাঞ্চ।
প্রায় ৫০টি পুজো প্যান্ডেল রয়েছে যেগুলি রেললাইন থেকে ১০-২০ মিটারের মধ্যে। সেইসমস্ত প্যান্ডেলের দিক নির্দেশ করতে সহায়তা করবে পূর্ব রেল। পুলিশ স্টেশন, হাসপাতাল এবং ফায়ার ব্রিগেড সহ জরুরি নানা ব্যবস্থার দিকেও আগে ভাগেই খেয়াল রাখছে রেল।
ভিড় নিয়ন্ত্রণে সন্ধে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রলি চলাচল সীমিত করা হবে। ৫টি টিকিট কাউন্টার খোলা রাখা হবে দিনভর। রাজ্য প্রশাসনের পরামর্শ অনুসারে বিসর্জনের সময় সার্কুলার রেলওয়েতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।