ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা- চিরন্তন এই মন্ত্র উচ্চারণ করে ভাইদের কপালে ভালোবাসার ফোঁটা এঁকে দেন বোনরা৷ কিন্তু গোটা পৃথিবীটাই যে আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। গাছ কেটে ফেলা হচ্ছে। জঙ্গল ধ্বংস করে উঠছে বহুতল। শুকিয়ে যাচ্ছে নদী। গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ। মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণে নাভিশ্বাস উঠছে পরিবেশের। প্রকৃত অর্থেই যেন যমের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে সভ্যতা।
এই মর্মান্তিক পরিস্থিতিতে গাছরক্ষার বার্তা দিতে অভিনব পথে হাঁটলেন কোচবিহারের একদল মেয়ে। আস্থা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাঁরা ফোঁটা দিলেন গাছেদের। বোনেরা যেমন ভাইদের কপালে এঁকে দেন বিপদনাশক ফোঁটা, ঠিক তেমন করেই গাছেদের ফোঁটা দিলেন তাঁরা।
প্রাচীন তল্লিগাছ, যে কোচবিহারের বহু যুগের সাক্ষী, তার গায়ে ফোঁটা দেওয়া হল। শাল বাগানের গাছের গায়েও ফোঁটা দিলেন তাঁরা। একসময় দেওয়াল জুড়ে লেখা হত, একটি গাছ একটি প্রাণ। কিন্তু তাতে গাছ ধ্বংস করা থামেনি৷ এই গাছেদের ভাইফোঁটার মূলে নিহিত একটি চেতনা, যে কোনও মূল্যে রুখতে হবে বৃক্ষনিধন। নয়তো ধ্বংস অবশ্যম্ভাবী।