পার্থ চট্টোপাধ্যায়ের কাছেই দফায় দফায় সব টাকা পৌঁছে দেওয়া হতো । আর সাক্ষ্মী রেখেই অর্থের লেনদেন চলত । ইডির কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ । অবৈধ নিয়োগের চক্রের অন্যতম 'পাণ্ডা'হিসেবে ফের উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের নাম । তাঁর দিকেই অভিযোগের আঙুল তুললেন কুন্তল ঘোষ ।
কুন্তলের বয়ান অনুযায়ী, ইডির দাবি, তাপস মণ্ডলের কাছ থেকে নেওয়া প্রায় সাড়ে ১৯ কোটি টাকার মধ্যে সাড়ে ১৫ কোটি টাকা দফায় দফায় পার্থের কাছেই পৌঁছে দিয়েছিলেন তিনি । কখনও পার্থের নাকতলার অফিসে, কখনও তাঁর আবাসনের কাছে একটি শপিং মলের রেস্তরাঁয় প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ সচিবের হাতে টাকা তুলে দিয়েছেন তিনি । আর এই লেনদেনের সাক্ষ্মী হিসেবে থাকতেন গোপাল দলপতি নামে তাপস-ঘনিষ্ঠ এক ব্যক্তি । কুন্তল সেই সংক্রান্ত একটি খতিয়ানও ইডি আধিকারিকদের সামনে পেশ করেছেন ।