ধৃত তৃণমূল নেতা শাহজানকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার এই মর্মে আদালতের অনুমতি নেওয়ার জন্য বসিরহাট আদালতে পৌঁছল ইডির একটি দল।
জানা গিয়েছে, শনিবার বেলা ১১টা নাগাদ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বসিরহাটে পৌঁছয়। কী কারণে জেলবন্দি শাহজানকে জেরা করতে চাইছে, সেই সংক্রান্ত নথি আদালতে জমা করেছে ইডি। অনুমতি মিললে সোজা জেলে পৌঁছবেন ইডি আধিকারিকরা।
আরও পড়ুন - বৈশাখের আগেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, শনিবার ভিজবে কোন কোন জেলা ?