অনুব্রত মন্ডলকে জেরা করতে আসানসোল জেলে গেলেন ইডি আধিকারিকরা। দিল্লি থেকে ইডির এই বিশেষ টিম আসানসোলে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই ৫০টি প্রশ্নের তালিকা তৈরি রয়েছে। বৃহস্পতিবার আসানসোল জেলে পৌঁছে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করলেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, দিল্লি-কলকাতায় সুকন্যা-সায়গল-মনীশ কোঠারিদের পাশাপাশি কেষ্ট-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দফায় দফায় জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই তথ্য নিয়েই ফের আসানসোল জেলে গিয়ে অনুব্রতকে জেরা শুরু তদন্তকারী আধিকারিকদের।
জানা গিয়েছে, গরুপাচারের বিপুল টাকা কোথায় সরিয়েছেন এই তৃণমূল নেতা, তা জানতে মরিয়া তদন্তকারীরা। ইডির দাবি, এখনও পর্যন্ত পাওয়া টাকা আসলে হিমশৈলের চূড়া মাত্র। ফলে এখনও গায়েব বিপুল কালো টাকার সন্ধানে ফের জেরা করা হচ্ছে অনুব্রতকে।
আরও পড়ুন- West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
এখানেই শেষ নয়, এনামুলকে নিয়েও অনুব্রতকে প্রশ্ন করা হবে বলে দাবি ইডির। কীভাবে তাঁর সাথে আলাপ, কেন এনামুলের থেকে তিনি টাকা নিতেন সে প্রশ্নও করা হবে বলেই খবর। এছাড়া তাঁর চালকল, বিপুল সম্পত্তি, মেয়ের সম্পত্তি, বার্ষিক আয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মনীশ কোঠারি-মলয় পিটদের সম্পর্কে একাধিক প্রশ্নবাণ অপেক্ষা করছে অনুব্রতর জন্য।