তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) বা তাঁর ঘনিষ্ঠদের নামে কত জমি কেনা হয়েছে। এবার নদিয়া জেলা রেজিস্ট্রি অফিসের থেকে জানতে চাইল ইডি (ED)। সূত্রের খবর, ৮ জনের নামের তালিকা দেওয়া হয়েছে। যার মধ্যে মানিকের স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূ ছাড়াও দুটি বেসরকারি সংস্থার নাম আছে।
পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন তিনি। তাঁর পৈতৃক বাড়ি নদিয়ার কালীগঞ্জের ঘোড়াইক্ষেত্র গ্রামে। নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁকে একাধিকবার জেরা করা হয়েছে। ইডি সূত্রে খবর, স্ত্রী, ছেলে, মেয়ে ও পুত্রবধূর নামে কত সম্পত্তি কেনা হয়েছে, তা জানতে চেয়েছে ইডি।
আরও পড়ুন: লাভের আশায় রুট বদলানোর অভিযোগ, বাসমালিককে ২ লক্ষ টাকা জরিমানা আদালতের
নদিয়া জেলা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গিয়েছে, দেবব্রত মুখোপাধ্যায় বলে একজনের নাম আছে তালিকায়। কিন্তু তাঁর বাবার নাম না থাকায় তাঁকে চিহ্নিত করা যায়নি। ২০০৮ সাল থেকে জেলায় তাঁর নামে যত জমি রেজিস্ট্রি হয়েছে, সব তথ্য ইডিকে দেওয়া হয়েছে। কৃষ্ণনগর রেজিস্ট্রি অফিস সূত্রে খবর, রাজারামপুর-ঘোড়াইক্ষেত্রে মৌজায় ছেলে সৌভিকের নামে ৩৪ শতক জমি কেনা হয়। ২০২১ সালে মেয়ে স্বাতী ভট্টাচার্যের নামে স্থানীয় মহুরাপুর গ্রামে ৫৪ শতক আমবাগান কেনা হয়েছে। যে জমি বিক্রি করেছেন রত্নারানি সাহা নামে একজন।