রেশন দুর্নীতি মামলায় শনিবার সকাল থেকে ফের রাজ্যজুড়ে অভিযান ইডির। উত্তর ২৪ পরগনার বনগাঁ-সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, বনগাঁর কুলুপুরের রাধাকৃষ্ণ রাইসমিলে ইডি কর্তারা পৌঁছেছেন। রাইস মিল ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, রাধাকৃষ্ণ রাইসমিলের মালিক মন্টু সাহা ও কালী সাহার বাড়ি বনগাঁ কোরার বাগান এলাকায়। অফিস রয়েছে বনগাঁ নিউমার্কেট এলাকায়। একই সঙ্গে দুটি জায়গাতেই তল্লাশি চালানো হচ্ছে।
এই রাইসমিলে আটাকলও আছে। সূত্রের খবর, রেশনের গম বাংলাদেশেও পাচার করা হত। ওই কাণ্ডের সঙ্গে রাইস মিলের কী সম্পর্ক, খতিয়ে দেখছে ইডি। রাজ্যের আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।