গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করেছে ইডি। কিন্তু এখন কোথায় আছেন সুকন্যা মণ্ডল!সূত্রের খবর, এক ঘনিষ্ঠ বান্ধবীর চিকিৎসার কাজে চেন্নাই গিয়েছেন সুকন্যা। ওই সূত্রের দাবি, রবিবার সকাল পর্যন্ত তাঁর কাছে কোনও ইডির সমন আসেনি।
প্রাথমিক স্কুলের শিক্ষিকার পদে কাজ করতেন সুকন্যা। তারপরও তাঁর সম্পত্তি এই গতিতে বৃদ্ধি পেল, তা জানতে সুকন্যাকে তলব করেছে ইডি। ইডি সূত্রে খবর, আগামী ২৭ অক্টোবর তাঁর দিল্লিতে হাজিরা দেওয়ার কথা। এদিকে রাজ্যেই নেই অনুব্রত মণ্ডলের কন্যা। সূ্ত্রের খবর, সুকন্যার ঘনিষ্ঠ এক বান্ধবী ক্যানসারে আক্রান্ত। তাঁর বাড়ি বোলপুরের বাঁধগোড়া এলাকায়। দুঃসময়ে তাঁর পাশেই দাঁড়িয়েছেন সুকন্যা।
শিক্ষিকা! তাঁকে চিকিৎসা করাতেই দক্ষিণ ভারতে নিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: মত্ত ছিলেন, সহযাত্রীকে দেখিয়ে ছিলেন ব্লেডও, অকপট আহত সজল
ইডির তলবে কি দিল্লিতে যাবেন সুকন্যা! নাকি অন্য রাস্তায় হাঁটবেন। সুকন্যার ঘনিষ্ঠ মহলের দাবি, তদন্তে সহযোগিতা করবেন সুকন্য়া। শনিবার সংবাদমাধ্যম সূত্রেই খবর পেয়েছেন। কিন্তু ইডির পক্ষ থেকে কোনও বার্তা আসেনি। আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন সুকন্যা। তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ডাকা হয়েছে তাঁকে।