নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) মঙ্গলবার প্রায় ১২ ঘণ্টা তাপস মণ্ডলকে জেরা করে ইডি । এদিন, অর্থাৎ বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি (ED) । মঙ্গলবার রাত প্রায় সওয়া ১১টা নাগাদ ইডি অফিস থেকে বেরিয়ে তাপস জানান, তাঁকে ফের বুধবার জেরা করা হবে । এর থেকে বেশি কিছু বলতে চাননি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস (Tapas Mondal) । তাঁর কথায়, তদন্ত চলছে । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কিছু বলতে পারবেন না ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলেন তাপস । তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন কুন্তল । এরপরই কুন্তলকে গ্রেফতার করা হয় । যদিও কুন্তল এই অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর দাবি, তিনি কারও থেকে টাকা নেননি। টাকা নিয়েছেন কোনও তৃতীয় ব্যক্তি। তিনি ১০ শতাংশ কমিশন নিয়েছেন।
আরও পড়ুন, TMC Controversy : তৃণমূল বিধায়ক অসিতের পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী ! ভাইরাল ছবি ঘিরে শুরু বিতর্ক
অন্যদিকে, কুন্তলের স্ত্রী জয়শ্রী তাপস মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন । তাঁর দাবি, নিউটাউনের যে ফ্ল্যাটে ইডি তল্লাশি চালায়, সেখানেই থাকতেন তাপস মণ্ডল এবং তাঁর সহযোগী তাপস মিশ্র। জয়শ্রীর দাবি, লকডাউনে ওই ফ্ল্যাট থেকেই নিয়মিত ব্যবসার কাজ এবং কলেজ সংক্রান্ত কাজকর্ম সারতেন তাপস(Tapas Mondal ED Custody)। কিন্তু আগে জয়শ্রীর সেই অভিযোগ অস্বীকার করেন তাপস নিজে। তিনি সেখানে গেলেও কখনই ওই ফ্ল্যাটে থাকেননি বলে জানান তাপস মণ্ডল। সেই দাবির প্রেক্ষিতেই আরও একবার ইডিকে ওই ফ্ল্যাটে তল্লাশি চালাবার আর্জি জানান ধৃত তৃণমূল যুবনেতার স্ত্রী(Kuntal Ghosh on SSC Scam)।