হাতির হামলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু, প্রাণ হারালেন এক বৃদ্ধ মহিলা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাঁকরাইল ব্লক এলাকা জুড়ে।
জানা গিয়েছে, বুধবার রাতে প্রায় ২টো নাগাদ একদল হাতি ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামে ঢুকে পড়ে। রাত থেকেই শুরু হয় তাণ্ডব। প্রায় ৭০ থেকে ৮০ টি হাতির দল মিলে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয়।
সেই সময় বাড়ির দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যায় ৭০ বছর বয়সী ভেদি মাহাতো নামে ওই বৃদ্ধা। পাশাপাশি হাতির হামলায় একটি গরুও মারা যায়। গ্রামের সব চাষের জমিতেও চলে হাতির তাণ্ডব।