রবিবার সকালে ঝাড়গ্রামের(Jhargram) লোধাশুলির জিতুশোল রাজ্য সড়কে দাপিয়ে বেড়ায় একটি দাঁতাল হাতি(Elephant)। যার ফলে স্তব্ধ হয়ে যায় যানবাহন চলাচল। রাস্তার দু'ধারে বহু বাস সহ ছোট বড় গাড়ি দাঁড়িয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই সঙ্গে ওই এলাকায় আতঙ্ক(Fear) ছড়িয়ে পড়ে।
এরপর খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের(West Bengal Forest Dept) কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় দাঁতালটিকে রাজ্য সড়ক থেকে সরিয়ে জঙ্গলের দিকে পাঠায় বন দফতরের কর্মীরা। তবে এই হাতিটিই(Elephant Attack) শনিবারের দাঁতাল কিনা, তা খতিয়ে দেখছে বন বিভাগ।
এর আগে শনিবার এক দলমার (Dalma) দাঁতালের দাপটে আতঙ্ক ছড়ায় ঝাড়গ্রামের (Jhargram) চন্দ্রী এলাকায়। ৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই এলাকায় এদিন ভোরে থেকে দাপট চালিয়ে জঙ্গলে আশ্রয় নেয় এই হাতি (Elephant)। বন দফতর (Forest Department) সূত্রে জানা গিয়েছে, কোনওভাবেই এই দাঁতালকে বাগে আনা যাচ্ছে না।
আরও পড়ুন- Jhargram Elephant : ঝাড়গ্রামে সকাল থেকে দাপিয়ে বেড়াল দলমার এক দাঁতাল, ক্ষতি ফসলের
গত সপ্তাহ থেকেই জঙ্গলমহলের (Jhangalmahal) বিভিন্ন এলাকা ঘুরে দাপট দেখাচ্ছে এই দাঁতাল। বাঁকুড়ায় (Bankura) এই দাঁতালের আক্রমণে এক মহিলার মৃত্যু (A women died) হয়েছিল। স্থানীয়দের দাবি, এই দাঁতাল এতটাই আক্রমণাত্মক যে কাছে ঘেঁষা যাচ্ছে না। তাই কোনও ভাবে এই হাতিকে বাগে আনতে পারছে না বন দফতরও।