সোমবার সকালে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল জঙ্গলমহল(Jhargram Elephant Video)। সাঁকরাইলের জঙ্গল লাগোয়া ধানজমিতে সন্তান প্রসব করল এক মা হাতি(Jhargram Elephant Video)। কৌতুহলী বাসিন্দারা অনেকটা কাছাকাছি গেলেও হাতিটি আক্রমণ চালায়নি। এই ঘটনাটি 'বিরল' আখ্যা দিয়েছেন এলাকাবাসী।
গ্রামবাসীদের অনুমান, জঙ্গলে যাওয়ার আগেই হয়তো প্রসব হয়ে যায় হাতিটির। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ধানজমি তছনছ করে দাঁতাল হাতির পাল হামলা(Jhargram Elephant Attack) চালায় গ্রামে। তবে এদিন মানুষজনের সাড়া পেয়েও কোনরকম আক্রমণ চালায়নি মা হাতিটি। জায়গা ছেড়ে নড়েনি দলের বাকি হাতিরাও।
আরও পড়ুন- TMC-BJP Clash in Contai: ফের ভূপতিনগরে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষ
বেশ কিছুদিন ধরেই দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা(Elephant Attack in Jangalmahal)। পাকা ধান তোলার সময়ে হাতির হামলায় জমির ফসলের ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ , ৮০-৯০টি হাতির একটি দল এই ঘটনা ঘটাচ্ছে। বন দফতরকে বারবার বলেও কোনও ফল হয়নি বলেও অভিযোগ তাঁদের।