শিলিগুড়ির রাস্তা, পথের দু'ধারে চা বাগান । একের পর এক পর্যকটকদের গাড়ি চলেছে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে । কিন্তু, হঠাৎ-ই গাড়ির চাকা থমকে যায় কিছুক্ষণের জন্য । রাস্তায় পরপর দাঁড়িয়ে পড়ে গাড়িগুলি । ভিড় করছে মানুষজন । কারণ ? সামনে দিয়ে যে তখন রাস্তা পার করতে ব্যস্ত হাতির দল ।
বুধবার শিলিগুড়ির কিরনচন্দ্র চা বাগান এলাকায় এমনই দৃশ্য দেখা গেল । কখনও দেখা গেল একটি হাতি রাস্তা পার করছে, কখনও আবার হাতির দল রাস্তা পার করে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে । হাতির রাস্তা পারাপারের দৃশ্য ক্যামেরা বন্দী করে রাখতে ভোলেননি পর্যটকরা থেকে পথচলতি মানুষরা ।
শীতকালে বনবস্তী এলাকাগুলিতে ধান পাকা শুরু করলেই ধান ক্ষেতে হাতির হানা নতুন কোনও বিষয় নয় । রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরিয়ে হানা দেয় হাতি । আবার দিনের আলো ফোটার আগে জঙ্গলে ফিরে যায় । মঙ্গলবার রাতেও খাদ্যের সন্ধানে কিরনচন্দ্র চা বাগান এলাকায় ঢুকে পড়ে হাতির দল । এদিন সেখান থেকে জঙ্গলে ফিরতে দেখা যায় হাতির দলকে । আর হাতি দেখতে ভিড় করেন মানুষ । যার জেরে শিলিগুড়ি নকশালবাড়ীর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।