কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নে অত্যন্ত জোরের সঙ্গেই বলেছিলেন তাঁর মেয়াদকালে দুর্নীতি হয়নি, কিন্তু সিবিআই এর জেরার মুখে কিছুটা সুর নরম এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya)। বৃহস্পতিবার দুপুরে সস্ত্রীক কলকাতা এসেছেন সুবীরেশ। কেন্দ্রীয় গোয়ান্দাদের প্রশ্নে সুবীরেশ ভট্টাচার্যের মুখে শোনা গেল 'পদ্ধতিগত ত্রুটি', 'স্ক্যান সই'ব্যবহারের প্রসঙ্গ।
বুধবার সিবিআইয়ের ১২ জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেরা করে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান (Ex SSC Chairman) ছিলেন তিনি। এসএসসির গ্রুপ ডি, গ্রুপ-সি ও শিক্ষক নিয়োগ মামলায় ভুয়ো নিয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি আর কে বাগ আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টে জানানো হয়, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-তে ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তাদের মধ্যে ২২২ জন পরীক্ষা দেননি বলেও অভিযোগ উঠেছে। বাগ কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল।