ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত রবিবার ওই দলের সদস্যরা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন। অভিযোগ, রাজ্য পুলিশ তাঁদের সেখানে যেতে বাধা দেয়। বুধবার বিচারপতি অভিজিৎ চন্দের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ দিয়েছে।
কবে যেতে পারবেন তাঁরা?
সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেও সফল না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমিটির সদস্যরা। বুধবার ওই নির্দেশে আদালত জানিয়েছে, ৩ মার্চ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা সন্দেশখালি যেতে পারবেন। তবে যে সব জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়নি শুধুমাত্র সেখানেই যাওয়ার অনুমতি মিলেছে তাঁদের।
রবিবার সকালে দিল্লি থেকে কলকাতা এসেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁদের নেতৃত্ব দেন পটনা হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিংহ রেড্ডি। সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়ায় যাওয়ার কথা থাকলেও ওই প্রতিনিধি দলের সদস্যদের ভোজেরহাটে আটকে দেওয়া হয় বলে অভিযোগ।