মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার সময় ঠিক কী হয়েছিল। জানালেন পূর্ব মেদিনীপুরের বাঙালি দম্পতি সুব্রত ও দেবশ্রী।
ডাক্তার দেখাতে বাচ্চাকে নিয়ে চেন্নাই যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় কোনও ক্ষতি হয়নি এই পরিবারের। কিন্তু সেই অভিজ্ঞতা ভয়ঙ্কর। সুব্রত পাল বলেন, "আমি খুবই ভয় পেয়ে যাই। বালাসর স্টেশনে ট্রেন উল্টে যায়। আমরা কোচ থেকে ধোঁয়া দেখতে পাই। আর কিছুই দেখতে পাইনি। প্রায় ৪৫ মিনিট বা ১ ঘণ্টা পর স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে।"
বাচ্চাকে নিয়ে আরও ঘাবড়ে ছিলেন দেবশ্রী। তিনি বলেন, "আমরা কাউকে খুঁজে পাইনি। আমার ছেলে কোথায়, সেটাও প্রথমে দেখতে পাইনি। মনে হয়েছিল, আর বাঁচব না। আমরা এবার ঘরে ফিরে এসেছি। মনে হচ্ছে যেন, নতুন জন্ম নিয়ে ফিরেছি। যতদিন বাঁচব, এই বিভীষিকা তাড়া করে বেড়াবে।"