কিছুদিন আগেই নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে হাতাহাতিতে জড়িয়েছিলেন দুই শিক্ষক৷ এবার একই ঘটনা উত্তর চব্বিশ পরগনার (North 24 Paraganas) দেগঙ্গার (Deganga) MSK স্কুলে।ফের স্কুলেই সংঘর্ষে জড়ালেন দুই শিক্ষক (Fight Between Two Teachers) ।
৫০ হাজার টাকা ফেরত দেওয়া নিয়ে মারামারি করলেন দুই শিক্ষক। ক্লাসের মধ্যেই রক্তারক্তি কাণ্ড! সহকারী শিক্ষকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
আরও পড়ুন: App CAB Service: রাজ্যে অ্যাপ ক্যাব নিয়ে একাধিক নিয়ম জারি, নোটিফিকেশন পরিবহণ দফতরের
ওই স্কুলের প্রধান শিক্ষক জয়দেব ঘোষের কাছে সহকারি শিক্ষক কার্তিক পাল ৫০০০০ টাকা পেতেন। দীর্ঘ দুই বছর ধরে সেই টাকা প্রধান শিক্ষক ফেরত দিচ্ছেন না। এমনই অভিযোগ সহকারি শিক্ষকের। শুক্রবার সেই টাকা চাইতে গেলে প্রধান শিক্ষক কার্তিক ঘোষের উপরে অত্যাচার করেন বলে দাবি।প্রধান শিক্ষক কার্তিক ঘোষের নাক ফাটিয়ে দেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সহকারি শিক্ষক স্কুল চত্বরে পড়ে যান।
স্কুলের মধ্যে দুই শিক্ষকের মারামারির খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ও অভিভাবকরা। তাঁরাই এসে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করেছে।