বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা। দক্ষিণ ২৪ পরগনা,পুরুলিয়া, হাওড়াতে আগুন। বাখড়াহাটে আগুন লেগে ঝলসে যায় ৭০টি দোকান।
বুধবার রাত ২টো নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বড়কাছারি মন্দিরের কাছে আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আমডাঙার কাছারি এলাকায় একটি গোডাউনেও আগুন ধরে যায়। গোডাউনে দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে হাওড়ার উলুবেড়িয়াতেও আগুন লাগে। নিমদীঘি ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে তিনটি দোকান ও একটি গাড়িতে আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। বৃহস্পতিবার সকালে আগুন লাগে পুরুলিয়াতেও। দেশবন্ধু রোডে BSNL-এর অফিস চত্বরে আগুন। বিশাল পাইপের স্তূপে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন।