পাশকুঁড়া থানা চত্বরে বাজি থেকে বিস্ফোরণ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন লেগে যায়। এই ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন এলাকা থেকে বাজেয়াপ্ত বাজি ও বারুদ থানার সামনে মজুত করা হয়েছিল। সেখানে হঠাৎ করে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
আগুন নেভাতে আসেন থানায় কর্মরত এক সিভিক ভলান্টিনায়র গোকুল মান্না। আহত অবস্থায় তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশের পরই পদক্ষেপ, ১৮৩ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ কমিশনের
স্থানীয়দের একাংশের দাবি, অরক্ষিতভাবে কালীপুজোর বাজেয়াপ্ত বাজি রাখা হয়েছিল। বেশ কয়েকটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।