শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মাঝেই এবার দমকলে নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠল। সেই বিষয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই অভিযোগের প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। সোমবার তাদের ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। জরিমানার শর্তে পিএসসিকে অতিরিক্ত দু’সপ্তাহ সময় দিল হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।
সোমবার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই সময় বিচারপতিরা জানিয়েছেন, তাঁরা চান মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হোক। বার বার শুনানি পিছিয়ে দেওয়া উচিত নয়। জরিমানার নির্দেশ দিয়ে জানানো হয়, তিন সপ্তাহ পর দমকলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাটি আবারও শুনানির জন্য উঠবে। দেড় হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল, তার মেয়াদ আরও চার সপ্তাহ বাড়িয়েছে আদালত।
আরও পড়ুন- GST Rate Increased: মধ্যবিত্তের হাতের বাইরে যেতে চলেছে প্যাকেটজাত পণ্য, দাম বাড়বে চাল-ডাল-মুড়ির
উল্লেখ্য, দমকলের অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। দেড় হাজার কর্মী নিয়োগের কথা ছিল। ২০১৮ সালে লিখিত পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষা নেওয়া হয় পরে। এই নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য ট্রাইব্যুনালে মামলা করেন বাসুদেব ঘোষ-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। তারপরেই মামলাটি কলকাতা হাইকোর্টে যায়।