তৃণমূল ছাড়লেন ফিরহাদ হাকিমের জামাই। ইয়াসির হায়দর যোগ দিলেন কংগ্রেসে। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে তৃণমূল ছাড়েন তিনি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরেই পুরোনো দলের সম্পর্কে ক্ষোভ উগরে দেন ফিরহাদের জামাই।
তিনিও দলে থেকে কাজ না করতে পারার অভিযোগ করেন। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জনের পাশে বসে তিনি বললেন, “আমি আগে যে দলে ছিলাম, সেখানে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না।” দলীয় পতাকা হাতে তুলে নিয়ে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি।